spot_img
Homeবিনোদনঅনেক স্বপ্ন কার্তিকের

অনেক স্বপ্ন কার্তিকের

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর পরবর্তী সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য বারবার আলোচনায় উঠে আসছেন। সিনেমাটি কার্তিকের স্বপ্নের প্রকল্প। ক্যারিয়ার নিয়েও অনেক স্বপ্ন কার্তিকের। সম্প্রতি তিনি এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
পরিচালক লাভ রঞ্জনের সঙ্গে কাজ করে যারপরনাই খুশি কার্তিক। নিজেই জানালেন, এই পরিচালকের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন তিনি। তিনি বলেন, ‘লাভ রঞ্জন স্যারের মতো পরিচালকের সঙ্গে আবার কাজ করতে চাই। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’
কার্তিক এর আগে লাভ রঞ্জন পরিচালিত ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা টু’, ‘আকাশবাণী’, ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাগুলোতে অভিনয় করে এগিয়ে চলছেন।

এই পরিচালকের ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে ক্যামিও হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। লাভ-কার্তিকের জুটি সব সময় হিট ছবি উপহার দিয়েছেন। কার্তিক চান যে লাভের সঙ্গে আবার গাঁটছড়া বেঁধে আরেকটি হিট প্রকল্প উপহার দিতে।

কার্তিককে সামনে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবে
কার্তিককে সামনে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবেইনস্টাগ্রাম

কথা প্রসঙ্গে কার্তিক তাঁর আরেকটি স্বপ্নের কথা বললেন, ‘বিধু বিনোদ চোপড়ার মতো পরিচালকের সঙ্গে আমি কাজ করার স্বপ্ন দেখি।’ কার্তিক জানিয়েছেন, তাঁর সবচেয়ে বড় স্বপ্নের প্রকল্প হবে, যদি তিনি কখনো বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে কাজ করার সুযোগ পান। এই বলিউড তারকা বলেছেন, ‘আমি যদি কখনো শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগ পাই, তাহলে তখনই সব ছেড়েছুড়ে তাঁর সঙ্গে কাজ করার জন্য ছুটব।’

এখানে স্বপ্নের শেষ নয়। কার্তিকের আফসোস, তিনি কখনো কখনো বড়মাপের যুদ্ধভিত্তিক ছবিতে কাজ করেননি। তাই যুদ্ধ নিয়ে তৈরি সিনেমায় কাজ করার খুব ইচ্ছা তাঁরা। ‘আমি চাই, এ রকম এক ছবিতে ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো বড় চরিত্রে অভিনয় করতে,’ বললেন কার্তিক।

‘শেহজাদা’য় কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন
‘শেহজাদা’য় কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন

কার্তিক আরিয়ানকে শেষ পর্দায় দেখা গেছে ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে। এই ছবিতে তিনি কিয়ারা আদভানির সঙ্গে জুটি বেঁধেছিলেন। কার্তিককে সামনে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবে। এ ছবির জন্য বিশেষ ডায়েট মেনে চলছেন তিনি। এ ছাড়া চরিত্রের জন্য আরও নানান প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments