ইউটিউবে অনলাইন গেম খেলার ভিডিও বেশ জনপ্রিয়। এসব ভিডিও প্রকাশ করে ইউটিউবের মাধ্যমে আয়ও করছেন অনেকে। তাই এবার অনলাইনে সরাসরি ভিডিও গেম খেলার সুযোগ দিতে পরীক্ষামূলকভাবে ‘প্লেঅ্যাবলস’ সুবিধা চালু করেছে ইউটিউব। প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অনলাইন গেম খেলতে পারবেন।
ইউটিউবের তথ্যমতে, ‘প্লেঅ্যাবলস’ সুবিধা ব্যবহার করে ইনস্টল না করেই অনলাইনে বিভিন্ন গেম খেলা যাবে। ফলে স্মার্টফোন বা কম্পিউটারে গেম ইনস্টল করতে হবে না। গেম খেলার জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। ইউটিউবের হোমপেজের ‘প্লেঅ্যাবলস’ অপশনে ক্লিক করলে বিভিন্ন গেমের নাম দেখা যাবে। এরপর পছন্দের গেম নির্বাচন করলেই সেটি চালু হয়ে যাবে।