spot_img
Homeলাইফ স্টাইলকারও কারও কেন বেশি শীত লাগে

কারও কারও কেন বেশি শীত লাগে

শীত চলেই এল। তবে সবাই সমানভাবে শীতের তীব্রতা অনুভব করেন না। তাপমাত্রার অনুভূতি তো সবার সমান নয়। আবার কিছু কিছু রোগের কারণেও কারও কারও প্রায় সব সময়ই শীত বেশি লাগে। আবার স্বাভাবিক তাপমাত্রায়ও বেশি ঠান্ডা বোধ করেন কেউ কেউ। কেন এমন হয়, জেনে নেওয়া যাক আজ।

রক্তস্বল্পতা

রক্তের নিজস্ব একটা উষ্ণতা রয়েছে। রক্তস্বল্পতায় ভুগলে অনেকে হাতে-পায়ে বেশি শীত বোধ করেন। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে মাথা ঘোরানো, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি এবং অল্পতেই হাঁপিয়ে যাওয়া।

থাইরয়েড হরমোনের অভাব

রোগী শীতের ব্যাপারে অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়েন। ওজন বেড়ে যায়, কণ্ঠস্বর ভেঙে যায়, চুল পড়ে, ত্বক শুষ্ক হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যে ভোগেন। বুদ্ধিবৃত্তিক দিক দিয়েও পিছিয়ে পড়েন।

কিডনির রোগ

দীর্ঘমেয়াদি কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিও অল্প শীতেই কাবু হতে পারেন। এ রোগে রক্তস্বল্পতাও হয়, যেটি এমনিতেই বেশি শীত লাগার কারণ।

রক্তনালির দুই রোগ

শীতে হাত-পায়ের রক্তনালি সাময়িকভাবে সংকুচিত হতে পারে। একে বলে রেনডস ফেনোমেনন। এ ক্ষেত্রে আঙুলগুলো অবশ ও ঠান্ডা হয়ে আসে; সাদাটে বা নীলচে রং ধারণ করে। কয়েক মিনিট থেকে ঘণ্টাখানেক পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। আর যখন রক্তনালিতে রক্তপ্রবাহ স্বাভাবিক হয়, তখন আঙুলে অস্বস্তিকর অনুভূতি হতে পারে, এমনকি ব্যথাও হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments