ধন্যবাদ। আমার সঙ্গে নতুন একটি জীবন বেড়ে উঠছে। এই অনুভূতি বলে বোঝানো কঠিন। কিছুটা দুশ্চিন্তাও আছে। তবে সব মিলিয়ে ভালোই যাচ্ছে দিনগুলো। মানসিক কোনো চাপ নিচ্ছি না। সবকিছু ঠিক আছে, নিজেকে প্রচুর সময় দিচ্ছি। আমি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ফেব্রুয়ারির জন্য প্রস্তুত হচ্ছি। এ মুহূর্তে নিজেকে ব্যস্ত রাখছি।
হঠাৎ ফেসবুকে বেবিবাম্পের ছবি পোস্ট করলেন?
সত্যি বলতে আমরা বুঝতেই পারিনি, একটি ছবি পোস্ট করলে কেউ বুঝতে পারবেন। কারণ, আমরা সুখবরটি এখনই জানাতে চাইনি। ইচ্ছা ছিল সন্তান জন্মের পর সবাইকে জানাব। এখন তো সবাই জেনে গেছে। সহকর্মীসহ যাঁরা জানতেন না তাঁরা ফোন করছেন।
এ সময়ে দেশের কোনো কিছুর কথা মনে পড়ছে?
দেশে তো মেয়েরা মা হতে চললে অনেক ধরনের খাবার খায়। দেশের কিছু খাবার মিস করছি। এ সময়টায় মায়ের হাতের রান্না বেশি মিস করছি। মাঝে ইচ্ছা হয়েছিল খাওয়ার জন্য দেশে যাব। কিন্তু দেশে তখন ডেঙ্গুর ভয়াবহতার খবর দেখলাম, তখন আমার হাজব্যান্ড ও ডাক্তার দেশে যাওয়ায় সায় দেয়নি। মাঝে মাঝে মন খারাপ হয়। তবে এখানেও সুস্থ থাকার জন্য সব ধরনের খাবার খাচ্ছি। আমার হাজব্যান্ড, কাজিন বন্ধু রয়েছে সবাই সাপোর্ট দিচ্ছে।