কয়েক সপ্তাহ ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয় বেশ নিষ্প্রাণ। বিশ্বকাপ ব্যর্থতার পর কোনো প্রাণচাঞ্চল্য নেই বললেই চলে। বিশ্বকাপের পর আজ হঠাৎই সাকিব আল হাসান মিরপুর স্টেডিয়ামে আসায় সংবাদকর্মীদের ভিড় বেড়েছে।
শুধু সাকিব নন, আজ মিরপুরে এসেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও নির্বাচক হাবিবুল বাশারও। মিরপুরে হাথুরুসিংহের সঙ্গে সাকিবের দেখা হয়ে যাওয়ার পর তাঁরা কিছু সময় একসঙ্গে বসেছেন, কথা বলেছেন।
জানা গেছে, সাকিব মূলত বিসিবির মেডিকেল বিভাগে নিজের চোটপ্রাপ্ত আঙুল দেখাতেই এসেছিলেন। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। তখনই বলা হয়েছিল, সাকিবের সুস্থ হতে প্রায় ছয় সপ্তাহ লেগে যাবে। এ কারণে তাঁর ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ খেলা হচ্ছে না। না খেলার সম্ভাবনা বেশি আগামী মাসের নিউজিল্যান্ড সফরেও।
সাকিবের আঙুলের চোটের সর্বশেষ অবস্থা দেখার পর বিসিবির মেডিকেল বিভাগ থেকে আজও একই কথা বলা হচ্ছে। তারা জানিয়েছেন, পরবর্তী অবস্থা বুঝতে আরও তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। সাধারণত তিন সপ্তাহ পর এক্স-রে করা হয়, এখনো সেই সময় হয়নি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না।