চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো.মাহবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে সিএমপির দুই কর্তাসহ সারাদেশ থেকে সর্বমোট ১২ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া সিএমপির দুই কর্মকর্তা হলেন মো.আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পদোন্নতিপ্রাপ্ত দু’জনই চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারের দায়িত্বে রয়েছেন।