কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কালির ছড়ার আগে গহীন অরণ্যে সাহাব উদ্দিন নামে এক সিএনজি চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বাহাতের ঝিরি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাহাব উদ্দিন পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ডান হাতির ছড়া গুলিস্তান বাজারের বাসিন্দা।
ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এস.আই) আরকানুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরের পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়, গহীন অরণ্যে হওয়ায় ঘটনাস্থল চিহ্নিত করতে একটু দূর্ভোগ পোহাতে হয়েছে পুলিশকে। পরে সন্ধান চালিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে (সাহাব উদ্দিন) হত্যা করা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন দেখা গেছে।