spot_img
Homeকক্সবাজারউখিয়া-টেকনাফে নৌকার বৈঠা শাহীনর হাতে

উখিয়া-টেকনাফে নৌকার বৈঠা শাহীনর হাতে

কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ধরে রেখেছেন বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম প্রকাশ করেন। উখিয়া-টেকনাফ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

শাহিন আক্তার চৌধুরী বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর আপন বড় বোন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া কোম্পানির পুত্রবধু ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে।

শাহিন আক্তার চৌধুরী স্বাধীনতা পরবর্তী জনগনের সরাসরি ভোটের নির্বাচিত কক্সবাজার জেলার প্রথম নারী সংসদ সদস্য।

স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হেভিওয়েট একাধিক প্রার্থীকে পিছনে ফেলে শাহিন আক্তার চৌধুরী টানা দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ছিনিয়ে নিয়ে এসেছেন। বিএনপি নির্বাচনে না আসলে বিনা বাঁধায় শাহীন আক্তার চৌধুরী আবারও যে সংসদ সদস্য নির্বাচিত হবেন সেটা সময়ের ব্যাপার বলে মনে করেন দলেন নেতা কর্মীরা।

লক্ষী আসন হিসেবে পরিচিত উখিয়া টেকনাফ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় প্রচলিত রয়েছে আসনটিতে যে দলের এমপি নির্বাচিত হন সে দলই সরকার গঠন করে। তার উপর বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিদের বিচরণসহ দেশী বিদেশি এনজিওগুলোর অফিস থাকার কারণে আসনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই আসনটি ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে স্নায়ু যুদ্ধ চলছিল। সর্বশেষ দলের হাই কমান্ড শাহীন আক্তার চৌধুরীর উপর ভরসা রেখেছেন।

বদি সমর্থকদের ধারণা, উখিয়া টেকনাফ আসনে যিনিই মনোনয়ন পাবেন বদির বাইরে গিয়ে তিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন না কখনো। ফলে যা হওয়ার তাই হয়েছে। যার ফলে টানা ২য় বার মনোনয়ন পেলেন আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments