spot_img
Homeকক্সবাজারচকরিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ : আটক ১

চকরিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ : আটক ১

কক্সবাজারের চকরিয়ায় জিসান মোহাম্মদ (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিসান উপজেলার বদরখালী ইউনিয়নের মো. নাসির উদ্দিনের ছেলে। এদিকে হত্যায় জড়িত সন্দেহে মহিউদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, দুপুর দুপুর ২টার দিকে কয়েকজন যুবক জিসান নামে এক যুবককে আহতাবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে হাসপাতালে নিয়ে আসা হেলাল নামে একজনের স্বাক্ষর রয়েছে ভর্তি স্লিপে।

এদিকে আসল রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিব উর রাজা।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে কয়েকজন যুবক জিসান নামে এক যুবককে আহতাবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়।

টমটম নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments