spot_img
Homeচট্টগ্রাম মেডিকেলচট্টগ্রামে অবহেলায় অ্যাপেন্ডিসাইটিস ফেটে জটিল হচ্ছে রোগীর অবস্থা, ইনফেকশনে মৃত্যুর ঝুঁকিও

চট্টগ্রামে অবহেলায় অ্যাপেন্ডিসাইটিস ফেটে জটিল হচ্ছে রোগীর অবস্থা, ইনফেকশনে মৃত্যুর ঝুঁকিও

গাড়ি চালানোর সময় বাস ড্রাইভার আব্দুস সবুরের (৫৮) মাঝে মধ্যে পেটের ব্যথা হতো। আর ব্যথা হলেই আশপাশের রাস্তার পাশের দোকান থেকে ব্যথা কমানোর ওষুধ কিনে খেতেন। এভাবে গাড়ি চালানোর সময় হঠাৎ একদিন তার তীব্র পেট ব্যথা ওঠে। এরপর তাকে ভর্তি করানো হয় কুমিল্লার চৌদ্দগ্রামের স্থানীয় একটি ক্লিনিকে। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। মেডিকেলের ডাক্তার আল্ট্রাসনোগ্রাফি করে দেখেন, তার অ্যাপেন্ডিসাইটিস ফেটে গিয়ে ‘পেরিটোনাইটিস অ্যাপেন্ডিসাইটিসে’ রূপ নিয়েছে। সঙ্গে সঙ্গে তার অপারেশন করানো হয়। কিন্তু অপারেশন করানো হলেও, পরে তার শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়।

চট্টগ্রামে গত কয়েক মাস ধরে বাড়ছে অ্যাপেন্ডিসাইটিস ফেটে যাওয়া জটিল রোগী। সময়মতো অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা না করানোর ফলে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে বিভিন্ন মারাত্মক জটিলতা দেখা দিচ্ছে। এ ধরনের রোগীর ইনফেকশন হয়ে মৃত্যুর ঝুঁকিও রয়েছে।

বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, পেটের ব্যথা যদি হঠাৎ করে বেড়ে গিয়ে পুরো পেটে ছড়িয়ে পড়ে, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এটি অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার লক্ষণও হতে পারে। আর অ্যাপেন্ডিক্স ফেটে গেলে নাড়িভুঁড়ির ভেতরের জীবাণু বাইরে বেরিয়ে আসে। এরপর ছড়িয়ে গিয়ে পেটের ভেতরের আবরণের ইনফেকশন ঘটাতে পারে। পেটের আবরণের এই ইনফেকশনকে পেরিটোনাইটিস অ্যাপেন্ডিসাইটিস বলা হয়৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments