এবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) ছাত্রলীগের কর্মিসভার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সকাল ১১টায় এই কর্মিসভা অনুষ্ঠিত হবে বলে জানায় ছাত্রলীগ।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মিসভার দিন নির্ধারণ করা হয় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে। এমনকি প্রথমবারের মতো মেডিকেল কলেজের কমিটি দিতে জীবনবৃত্তান্তও চাওয়া হয়। কিন্তু সেই ঘোষণা কাগজে-কলমে রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি এখনও।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মিসভা আয়োজনের সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।