spot_img
Homeসিএমপিবঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সড়কে যান চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এই নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের কিছু সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ শুভ উদ্বোধন করবেন। টানেল উদ্বোধন উপলক্ষে ভিভিআইপি ও ডিআইপিগণ চট্টগ্রাম বিমান বন্দর এবং টানেল ও সি-বিচ এলাকায় সড়ক পথে চলাচল করবেন। তাদের নিরাপত্তা ও সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন ও সর্বসাধারণের চলাচলের উপর নিম্নরূপ বিধিনিষেধ আরোপ করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments