spot_img
Homeদক্ষিণ চট্টগ্রামবোয়ালখালীতে রেল ইঞ্জিনের ধাক্কায় টেম্পু উল্টে পুকুরে, আহত ৬

বোয়ালখালীতে রেল ইঞ্জিনের ধাক্কায় টেম্পু উল্টে পুকুরে, আহত ৬

বোয়ালখালীতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে টেম্পু চালকসহ ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে টেম্পু চালক আবু তাহের ও মো. জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা সাদিয়া বলেন, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সিএনজিচালিত টেম্পুটির সংঘর্ষে টেম্পুতে থাকা চালকসহ ৬জন আহত হয়েছেন।

এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করনো হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে  বলেন, বিকেল ৩টা ৫৫ মিনিটের সময় কক্সবাজারের উদ্দেশ্যে ইঞ্জিনটি গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়। ইঞ্জিনটি নগর থেকে কক্সবাজার যাচ্ছিল। বেঙ্গুরা স্টেশন এলাকায় একটি সিএনজি টেম্পুর সঙ্গে ধাক্কা লেগে শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments