spot_img
Homeদক্ষিণ চট্টগ্রামমনোনয়নপত্র জমা দিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

মনোনয়নপত্র জমা দিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রনি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৩ সালের উপনির্বাচন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানেও তিনি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

২০১২ সালের ৪ নভেম্বর আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২০১৩ সালে ওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন বাবুপুত্র সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এর আগে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments