spot_img
Homeউত্তর চট্টগ্রামস্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন সীতাকুণ্ডের এমপি দিদার

স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন সীতাকুণ্ডের এমপি দিদার

মনোনয়নপত্র দাখিল করার ১২ ঘন্টা না যেতেই নৌকা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বর্তমান এমপি আলহাজ্ব দিদারুল আলম।

শুক্রবার সন্ধ্যায়  দিদারুল আলমের সিটি গেইটস্থ বাসভবনে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিক সাথে মতবিনিময়ে তিনি নির্বাচন না করার এ ঘোষণা দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আকবর শাহ ও উত্তর পাহাড়তলি ওয়ার্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান এমপি দিদারুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোন দিনই প্রার্থী হতে পারি না। আমি আগেই বলেছিলাম, শেখ হাসিনা নৌকা যাঁকে দিবেন আমি তার পক্ষেই কাজ করবো। আমি সীতাকুণ্ডে অনেক উন্নয়নমুলক কাজ করেছি। আশা করবো সীতাকুণ্ড আসনে নৌকা মাঝি যিনি বিজয়ী হবেন তিনি আমার উন্নয়নের ধারাবাহিকতা রাখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments