দ্বাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসন হতে মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাচাইয়ে ৪ জনের প্রার্থীতা বাতিল হয়ে যায়।
এক্ষেত্রে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন ৮ জন। দিকে, বৈধ হওয়া আট প্রার্থীর চার জনই চেয়ারম্যান। এর মধ্যে তিনজন রাজনৈতিক দলের চেয়ারম্যান। বাকী একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন।
উল্লেখিত চার চেয়ারম্যানদের মধ্যে ফটিকছড়ি আসনের বর্তমান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাঁর নিজের প্রতিষ্ঠিত তরিকত ফেডারেশনের চেয়ারম্যান।
মাইজভান্ডার আকিদার অপর প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী নতুন নিবন্ধিত রাজনৈতিক দল সুপ্রিম পার্টির চেয়ারম্যান। পাশাপাশি মাওলানা এম এ মতিন নির্বাচন করছেন ইসলামীক ফ্রন্টের ব্যানারে। তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে,আওয়ামী ঘরনার স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যনের পদ থেকে সদ্য পদত্যাগ করলেও সাধারণ মানুষের কাছে তিনি এখনো চেয়ারম্যান হিসেবে পরিচিতি পাচ্ছেন।
সব মিলিয়ে বলা চলে ফটিকছড়ি আসনে ৮ প্রার্থীর চারজন চেয়ারম্যান।