spot_img
Homeউত্তর চট্টগ্রামআ.লীগে যোগ দিলেন বিএনপির ২৫ নেতাকর্মী

আ.লীগে যোগ দিলেন বিএনপির ২৫ নেতাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫-৩০ নেতাকর্মী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনে যোগ দিয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদ আলী চৌধুরীর নেতৃত্বে তারা যোগদান করেন।

এ সময় তাদের বরণ করে নেন বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী ও সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগে যোগদান করা বিএনপি নেতাকর্মীরা হলো- আজিজুল হক মিন্টু, রোহান চৌধুরী, সাইমন, সাইফুল ইসলাম সরওয়ার চৌধুরী, শাহাজান, মাহফুজ রহমান, মোস্তফা, সোহেল, ফখরুদ্দিন, রফিক চৌধুরী, শাকিল, রবিউল হোসেন, ফয়সাল, রিয়াদ, হানিফ, মহিউদ্দিন, সোহেল-২, ইমরান, জুবায়েদ, জিসান জাহিদুল ইসলামসহ প্রমুখ।

এ ব্যাপারে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকত উল্লাহ মিয়াজী বলেন, বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করায় আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন।

এ সময় সদ্য আওয়ামী লীগে যোগদান করা বিএনপি নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুনকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরে কাজ করব।

এ ব্যাপারে উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন কালবেলাকে বলেন, সরকার পতনের চলমান আন্দোলনকে দমাতে এটা এক ধরনের নাটক। সীতাকুণ্ড উপজেলা বিএনপি আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments