spot_img
Homeচট্টগ্রাম মহানগরচট্টগ্রাম বন্দরজাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ৩ শতাধিক পর্যটক

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ৩ শতাধিক পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এতে দ্বীপে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান,  ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচলে ঝুঁকি রয়েছে।  তাই বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, গভীর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ কারণে কক্সবাজারসহ দেশের সবকটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আদনান চৌধুরী বলেন, মঙ্গলবার তিনটি জাহাজে করে সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়েছিল। এদের মধ্যে সাত শতাধিক পর্যটক বিকালে ফিরে এলেও অন্যরা রাত্রিযাপনের জন্য দ্বীপে অবস্থান করেন। বুধবার জাহাজ না চলায় সেখানে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক।

আটকা পড়া পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments