চট্টগ্রামের পাহাড়তলীতে একটি তিনতলা ভবন পাশের খাল খননের কাজ চলাকালীন ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকেলে পাহাড়তলীর উত্তর সরাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জোনের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, “গয়নার চোরা খাল খননের কাজে ভবনের নিচের মাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
“তিনতলা বিল্ডিং এবং এর পাশের একটির মধ্যে ব্যবধান ছিল প্রায় ছয় ইঞ্চি, কিন্তু ঘটনার পর থেকে সেই দূরত্ব বন্ধ হয়ে গেছে।”
কর্তৃপক্ষ কাত ভবনটিতে কোনো ফাটল খুঁজে পায়নি, যেখানে ছয়টি পরিবার বাস করে।
রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে খাল খননের কাজটি বন্দর নগরীতে জলাবদ্ধতা নিরসনে নেওয়া একটি উদ্যোগের অংশ।
“বিল্ডিংটির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে না কারণ প্রকৌশলীরা পরিদর্শন করার পরেও এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।”