spot_img
Homeবাংলাদেশরান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটে এ ঘটনা।

দগ্ধরা হলেন বিনা রানী চক্রবর্তী (৫৫), দেবা চক্রবর্তী (৩৫), পিনাক চক্রবর্তী (১৭), উমা চক্রবর্তী (৬০), সঞ্জয় চক্রবর্তী (৪২) ও তাপস চক্রবর্তী (৩৫)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের আত্মীয় রিপন জানান, কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় চারতলা ভবনের নিচতলায় রান্নার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ওই পরিবারের ছয়জন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এরমধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম বলেন, যে চারজনকে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে উমা চক্রবর্তী ৯৫ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়া বিনা রানী চক্রবর্তীর শরীর ৮৫ শতাংশ, দেবা চক্রবর্তীর ১৪ শতাংশ ও পিনাক চক্রবর্তীর শরীর ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments