বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালের আগের রাতে চট্টগ্রামের চন্দনাইশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত, কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমদ জাগো নিউজকে বলেন, রাত দুইটা ৩৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটা ৫০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। আগুনে বাসের সবগুলো আসন পুড়ে গেছে। ঘটনাস্থলে বাসের কেউ ছিল না। খবর পেয়ে পুলিশ সদস্যরাও সেখানে যান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্তে কোনো অগ্রগতি নেই। মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কী মামলা হবে? কারও কোনো অভিযোগ নেই।