spot_img
Homeচট্টগ্রাম মহানগরনদীতে মাছ ধরতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

নদীতে মাছ ধরতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর খন্ডলিয়া পাড়া এলাকায় ইছামতী নদীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইউনুচ (৪৭)। তিনি সন্দীপ উপজেলার মো. শফির পুত্র। তার বাড়ি সন্দীপ হলেও তিনি দীর্ঘদিন যাবত দক্ষিণ রাজানগর ইউনিয়নের শ্বশুরবাড়িতে থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, রিকশা চালক ইউনুচ মাঝে মধ্যে রাতে ইছামতী নদীতে মাছ ধরতে যান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে একা মাছ ধরতে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাকে নদীতে ভাসতে দেখা যায়। এসময় তার সাথে থাকা মোবাইল টাকা সরঞ্জাম নদীর কূলে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷

ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে দুর্ঘনাবশত নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে নামাজের  জানাজা শেষে তাকে দাফন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments