চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও বণিক পাড়া বশির আহমদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্তরা অঞ্জনধর (৪০) নামক এক অটো রিক্সা চালক কে মারধর করে রক্তাক্ত অবস্থায় হত্যা করে অটোরিক্সাটি নিয়ে যায়।
এ ব্যাপারে অঞ্জনধর এর স্ত্রী শিপ্রাধর বাদী হইয়া চান্দগাঁও থানায় এজাহারের ভিত্তিতে একটি মামলা দায়ের করেন।
জব্দকৃত অটোরিক্সা
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ আলম খান গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিসি ফুটেজ পর্যালোচনা করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত আসামি
সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ভিমশারা গ্রামের জনৈক মজিবুর রহমান এর ছেলে রাজু আহাম্মেদ রাজন (৩১)ও চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার উত্তর মোহরা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ আরিফ(২৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য মতে জড়িত থাকা অপর আসামীদের গ্রেপ্তার ও
লুন্ঠিত অটোরিক্সা উদ্ধার তৎপরতায় টানা ৪৮ ঘন্টা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকা আসামি। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চাপাছড়ি গ্রামের জনৈক নুরুচ্ছফার পুত্র মোহাম্মদ রাসেল (৩০)ও একই থানা ও গ্রামের ৯ নং ওয়ার্ডের মৃত মীর আহাম্মদ এর পুত্র রবি আলম(৩৯) কে ১৬ই অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখ। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাহারছড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতদের তথ্য মতে বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকার জনৈকা আমেনা বেগমের রিক্সার গ্যারেজ হতে লুন্ঠিত ব্যাটারি চালিত অটো রিক্সাটি উদ্ধার করেন।
এই ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (মোঃ আফতাব) চট্টলা এক্সপ্রেস কে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
বাদী শিপ্রাধর তার স্বামী অঞ্জনধর পেশায় একজন অটোরিক্সা চালক।
৩০ শে আগস্ট ২০২৪ ইংরেজি তারিখ।
আনুমানিক ভোর ৫টায় চান্দগাঁও এলাকায় অজ্ঞাতনামা ২-৩ জন আসামি। অঞ্জনধর কে মেরে রক্তাক্ত ও হত্যা করে অটো রিক্সাটি নিয়ে যায়। এই ব্যাপারে তার স্ত্রী শিপ্রাধর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ৪৮ ঘন্টা শ্বাসরুদ্ধে অভিযান চালিয়ে। হত্যাকাণ্ডে জড়িত আসামএবং লুন্ঠিত ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করে কোর্টে প্রেরণ করা হয়